বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫,
৪ বৈশাখ ১৪৩২
বাংলা English

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
শিরোনাম: পায়ে পাড়া দিয়ে ঝামেলা বাধাচ্ছে ভারত       রেল অবরোধ কর্মসূচি শিথিল, শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে শিক্ষার্থীরা      নির্বাচনি রোডম্যাপ নিয়ে সরগরম রাজনীতি      ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষকে বদলি      বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিবদের বৈঠক আজ      এনসিপি আউট, জামায়াত ইন      ডেমরায় রাজউকের অভিযানে ভবনের নির্মাণকাজ বন্ধ ও জরিমানা      
গ্রামবাংলা
আ.লীগের দোসর শিক্ষকের অপসারণ চেয়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মানববন্ধন
শফিকুল ইসলাম রনি, আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৭:০৭ পিএম  (ভিজিটর : ১৮৫)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগের দোসর শিক্ষক কাজী ইকবালের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে আখাউড়া পৌর মুক্ত-মঞ্চের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কাজী ইকবাল আখাউড়া নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
 
মানববন্ধনের ছাত্ররা অভিযোগ করে বলেন, করোনাকালে যখন ২০২০ সালে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল তখন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র (আখাউড়ার অপকর্মের চাবি) মোঃ তাকজিল খলিফা কাজলের ঘনিষ্টজন হওয়ায় কাজী ইকবালকে নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দিয়েছিলেন। কাজী ইকবাল সাধারণ মানের একজন শিক্ষক।

কাজী ইকবাল এসএসসি থেকে ডিগ্রি পর্যন্ত দুটিতে তৃতীয় বিভাগ এবং একটিতে দ্বিতীয় বিভাগে উর্ত্তীন হয়েছিলেন। আখাউড়ার স্বনামধন্য এই বিদ্যালয়টিতে যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়ার অতিবজরুরী হলেও আওয়ামীলীগের সীল যুক্ত শিক্ষক হওয়ায় ইকবালকে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ দিয়েছিলেন সাবেক মেয়র কাজল।

এছাড়াও শিক্ষক কাজী ইকবাল বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন দলীয় কর্মকান্ডে সরাসরি অংশ নেন। এমনকি জোর-পূর্বক শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহন করতে বাধ্য করতেন শিক্ষক ইকবাল। তিনি সর্বসময় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের রাজনৈতিক প্রভাব দেখিয়ে জিম্মি করে রাখতেন। আ.লীগের কোন দলীয় কর্মকান্ডে তার কথার অমান্য করলে ভয়ভীতি দেখিয়ে হেনস্থা করার অভিযোগ রয়েছে অনেক।

এসময় তারা আরো বলেন, কাজী ইকবাল সাবেক আইন মন্ত্রী আনিসুল হকের নির্বাচনের সময় নৌকার এজেন্ট হিসেবে কাজ করেছেন। এবং সরাসরি আ.লীগের পক্ষে ভোটের প্রচারণায় অংশ নিয়েছেন তিনি। আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ তাকজিল খলিফা কাজলের ঘনিষ্টজন ছিলেন কাজী ইকবাল হোসেন। যে কারণে তিনি তাকজিল খলিফা কাজলের নির্বাচনী কৌশলও নির্ধারণ করে দিতেন। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোঃ মুরাদ হোসেনের পক্ষে একাধিক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন।

মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, নিশাত খান, শাওন, রোবায়েত, সাদমান, ওমর প্রমূখ। মানববন্ধন শেষে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

কেকে/ এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় ভারত-ইসরাইল
পায়ে পাড়া দিয়ে ঝামেলা বাধাচ্ছে ভারত
গুলিয়াখালীতে জামায়াতের নতুন ঘর উপহার
রেল অবরোধ কর্মসূচি শিথিল, শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে শিক্ষার্থীরা
নির্বাচনি রোডম্যাপ নিয়ে সরগরম রাজনীতি

সর্বাধিক পঠিত

সাবেক মন্ত্রী গাজী পুত্র পাপ্পা'র পিএস হীরা গ্রেফতার
ভূঞাপুরে ট্রেনের নিচে পড়ে যুবকের মৃত্যু
মুচলেকা দিয়ে ফের শিক্ষক লাঞ্ছিত করেছেন প্রধান শিক্ষক!
খোলা কাগজে সংবাদ প্রকাশের পর ব্রীজের দুইপাশে সংযোগ সড়কের কাজ শুরু
বাঞ্ছারামপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close