সকাল থেকে সূর্যের দেখা মেলেনি রাজধানীর আকাশে, কুয়াশায় ঢেকে আছে বিভিন্ন এলাকা। হিমেল বাতাসের সঙ্গে বেড়েছে শীতের তীব্রতাও। গতকালের তুলনায় ২ ডিগ্রি তাপমাত্রা কমেছে আজ। আবহাওয়া অধিদপ্তর বলছে, তাপমাত্রা আরও কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশ এবং তার আশপাশের এলাকায় বিস্তৃত রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- সারা দেশের আবহাওয়া শুষ্ক এবং আকাশ মেঘলা থাকতে পারে। তবে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করতে পারে।
এছাড়া সারা দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থেকে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার কারণে দেশের বিভিন্ন এলাকায় দিনেও শীত বিরাজমান থাকতে পারে। কুয়াশার কারণে দেশের বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহণ ও সড়ক যোগাযোগ বন্ধ থাকতে পারে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ জানিয়েছেন, হিমেল বাতাসের কারণে রাজধানীতে শীতের অনুভূতি অন্য এলাকার চেয়ে বেশি; যা আরও কমতে পারে। এছাড়া দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানান তিনি।
গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা আগের ২৪ ঘণ্টায় ছিল ১৫ ডিগ্রি। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস; যা আগে ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি।
কেকে/এইচএস