‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ স্লোগানে নীলফামারীতে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা শহরের বড়মাঠে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। কর্মসূচির আয়োজন করে জেলা সমাজসেবা দফতর।
কর্মসূচির অংশ হিসেবে সেখানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। এসময় অংশগ্রহনকারীরা কল্যাণরাষ্ট্র গঠনে বিভিন্ন মতামত প্রদান করেন। আড্ডা পরিচালনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা সমাজসেবা দফতরের উপ-পরিচালক মো. আবু বক্কর সিদ্দীকের সঞ্চালনায় ওই আড্ডায় উপস্থিত ছিলেন- বিশেষ অতিথি সিভিল সার্জন মো. হাসিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মহসিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান, জেলা সমাজসেবা দফতরের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, প্রবেশন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ফিরোজ সরকার, শহর সমাজসেবা কর্মকর্তা মো. হৃদয় হোসেন প্রমুখ।
এর আগে সেখাসে বৈষম্যবিচরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সেখানে তিনটি গ্রুপে দ্রুত হাটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
কেকে/এজে