বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা শাখার উদ্যোগে সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (উপহার) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ জানুয়ারী) লামা ইসলামিয়া ফাজিল(ডিগ্রি) মাদ্রাসার প্রাঙ্গনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে লামা উপজেলা জামায়াতের আমীর কাজী মুহাম্মদ ইব্রাহীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা আমীর, এস এম আব্দুস ছালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বান্দরবান জেলা শাখার সভাপতি অধ্যাপক ফারুক আহমদ, ভাইস প্রিন্সিপাল আবু তৈয়ব, লামা উপজেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ সোয়াইব, বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা পৌর সভাপতি মাওলানা মোঃ আহসানুল্লাহ, আজিজনগর ইউনিয়ন সভাপতি মোঃ আরিফুল ইসলামসহ অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করে যাচ্ছে, আমরা চাই শীতার্ত মানুষের পাশে থেকে অসহায়দের সহযোগিতা করতে। আপনারা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিন। লামা উপজেলার বিভিন্ন এলাকার অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র উপহার বিতরণ করা হয়েছে আমাদের কার্যক্রম চলমান থাকবে।
কেকে/এআর