নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোখলেসুর রহমান মাহিম, জাককানইবি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৮:১৪ পিএম আপডেট: ০২.০১.২০২৫ ৮:১৬ পিএম (ভিজিটর : ৪১)
ছবি: প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যায়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত ক্বেরাত ও হামদ্-নাত প্রতিযোগিতা ২০২৪-এর বিজয়ীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীদের হাতে সনদপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিভিন্ন সময় আমরা ক্বেরাত ও হামদ্-নাত প্রতিযোগিতা হতে ও পাঠ করতে দেখি তবে আমরা যদি এর মমার্থ বুঝে পাঠ করতে পারি তাহলে আমাদের জীবন আরও সুন্দর হতো। আধুনিক ব্যস্ততম সময়েও আমরা যদি মমার্থ বুঝে পাঠ করতে পারি তাহলে ইহলৌকিক ও পারলৌকিক উভয় জীবনের জন্যই মঙ্গল হবে।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীসহ সকলেই যেন উপকৃত হতে পারে ভবিষ্যতে এমন অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিতে সকলের প্রতি আহ্বান জানান উপাচার্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সদস্য-সচিব ও উপরেজিস্ট্রার (আইন) মুহাম্মদ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে ক্বেরাত ও হামদ্-নাত প্রতিযোগিতা ২০২৪ এ অংশগ্রহণকারী মোট ২৬ জন প্রতিযোগীকে সনদপত্র প্রদান করা হয়।
উল্লেখ্য, গত বছরের ১৬ সেপ্টেম্বর পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে কেন্দ্রীয় মসজিদে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।
কেকে/এজে