কক্সবাজারের ঈদগাঁও ইসলামপুরে ও টেকনাফের থাইংখালীতে পৃথক সড়ক দূর্ঘটনায় তিন জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও একজন।
বুধবার (০২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও ইসলামপুর পূর্বনাপিত খালী ডুলাফরিক রাস্তার মাথায় মাইক্রোবাসের ধাক্কায় এবং দুপুর সাড়ে ১২টার সময় কক্সবাজার-টেকনাফ সড়কের থাইংখালী এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। হাইওয়ে থানা পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের উখিয়া থাইংখালী ময়নার ঘোনা এলাকায় পেট্টোপাম্পের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহীরা রাস্তার উপর ছিটকে পড়লে পড়লে টেকনাফ অভিমুখি অপর একটি বাস এসে চাপা দিলে ঘটনা স্থলে মোটরসাইকেল আরোহী ২ জন নিহত হয় বলে জানান, শাহপরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুবর রহমান।
নিহতরা হলো, সাতক্ষীরা জেলা তালা উপজেলার খালিশখালী ইউনিয়নের গাজী বাড়ী এলাকার আনিছ গাজীর ছেলে লিটন গাজী (১৮) এবং উখিয়া উপজেলার বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জে-৫ ব্লকের মোহাম্মদ রফিকের ছেলে আব্দুর রহমান (১৮)। তারা দুইজনে আবুল খায়ের টোবাকো কোম্পানীতে কর্মচারি হিসেবে কর্মরত ছিল। হাইওয়ে পুলিশ দূর্ঘটনা কবলিত বাসটি জব্দ করেছে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মছিউর রহমান জানান, বুধবার রাত সাড়ে ১২টার সময় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও ইসলামপুর পুর্ব নাপিতখালী ডুলাফকির রাস্তা মাথা এলাকায় টিআরএক্স প্রাইভেট মাইক্রোবাস পেছন দিক থেকে ধাক্কায় দিলে এতে ঘটনা স্থলে মোটরসাইকেল আরোহী মো. আরমান ঘটনাস্থলে নিহত হয়।
নিহত আরমান চকরিয়া উপজেলা খুটাখালী ইউনিয়নের গর্জন তলি গ্রামের লিয়াকত মিস্ত্রির ছেলে। আহত অপর জনকে উদ্ধার করে মালুমঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কেকে/এআর