বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারিতে ব্যাংকটির পরিচালনা পর্ষদ জড়িত কিনা তার
ব্যাখ্যা জানতে এ ঘটনায় দায়ের করা দুর্নীতির ১৬ মামলার তিন তদন্ত
কর্মকর্তাকে তলব করেছেন আদালত।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) ঢাকার এক নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবুল কাশেম এ আদেশ দেন।
আদেশে ব্যাংকের দুর্নীতির সঙ্গে পরিচালনা পর্ষদ জড়িত কিনা সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন আদালত। তলব করা কর্মকর্তারা হলেন, দুদকের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম, উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম ও সিরাজুল হক। এই তিন কর্মকর্তা মামলাগুলো তদন্ত করে চার্জশিট দাখিল করেছেন।
বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুসহ ৩৪ জনের বিরুদ্ধে ১৩টি মামলায় অভিযোগপত্র দাখিলকারী মোহাম্মদ ইব্রাহিমকে ৩ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুটি মামলার তদন্তকারী মোহাম্মদ মোরশেদ আলম এবং এক মামলার তদন্ত কর্মকর্তা সিরাজুল হককে ৫ ফেব্রুয়ারি হাজির হতে বলা হয়েছে। দুদকের আইনজীবী রেজাউল করিম রেজা বলেন, মামলাগুলোর তদন্তে ত্রুটি চিহ্নিত করে এ আদেশ দিয়েছেন আদালত।
তলব করা তিনজনসহ পাঁচ তদন্ত কর্মকর্তা বাচ্চুসহ অন্যদের বিরুদ্ধে ৫৯টি দুর্নীতির মামলা তদন্ত করে চার্জশিট দাখিল করেন। এই ৫৯ মামলায় আব্দুল হাই বাচ্চুসহ আসামি মোট ১৪৬ জন। তদন্ত কর্মকর্তাদের ব্যাখ্যা পাওয়ার পর বিচারক সিদ্ধান্ত নেবেন, এসব মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা।
২০২৩ সালের ১২ জুন বাচ্চুসহ ১৪৬ জনের বিরুদ্ধে ২ হাজার ৬০০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ায় মামলাগুলোর অভিযোগপত্র দাখিল করে দুদক।
কেকে/এআর