বান্দরবানের লামার ৫ নং সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস কোং’র অপসারণ ও প্রশাসক নিয়োগের দাবীতে ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ জানুয়ারী) সকালে সরই বাজারে শিক্ষার্থী ও স্থানীয় নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে পরিষদের সামনে বিশাল মানববন্ধনে শত শত নারী পুরুষ অংশ নেয়।ব্যানারে স্বৈরাচারী সরকারের মদদ পুষ্ট আওয়ামী লীগের দোসর ভোট চোর, দুর্নীতিবাজ ও অবৈধভাবে চেয়ার দখলকারী চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস কোং এর অপসারণ ও প্রশাসক নিয়োগের দাবীতে মানববন্ধনে ৫নং সরই ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলো।
এসময় উপস্থিত স্থানীয়দের মাঝে বক্তব্য রাখেন, রহিম, নুর আলম, নাছির, আলী হোসেন, সেলিম, করিম, সেলিম উদ্দিন, আবছার মমতাজ, আওয়াল, আশরাফুল, রহমান সহ আরো অনেকে, বক্তারা জানান, অবৈধ ভোটে নির্বাচিত হওয়া ইদ্রিস কোং সাধারণ মানুষদের মিথ্যা মামলা ও হয়রানি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে চেয়ারম্যান ও তার নিজস্ব বাহিনী দ্বারা শিক্ষার্থী ও সাধারণ মানুষদের নানা ভাবে হয়রানী করেছে, এখনো পরিষদে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে আগামী তিন দিনের মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ না করলে আরো কঠোর প্রদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন উপস্থিতিরা।
লামা উপজেলা নির্বাহী অফিসার (অঃদা) রুপায়ন দেব বলেন, আমি শুনেছি সরই চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস কোং এর অপসারণ ও প্রশাসক নিয়োগের দাবীতে মানববন্ধন করেছে,বান্দরবান জেলা প্রশাসক স্যারকে অবগত করবো স্যার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
কেকে/এআর