পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী মাসে রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন। এ সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ২০১২ সালের পর এটাই হবে কোনও পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।
শুক্রবার (৩ জানুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য নিশ্চিত করেছে।
গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের উন্নতির ইঙ্গিত মিলেছে। ছাত্র ও জনতার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং ভারতপন্থী সরকারের পতনের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়।
ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইসহাক দার বাংলাদেশকে ‘হারিয়ে যাওয়া ভাই’ হিসেবে উল্লেখ করে বলেন, “বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে পাকিস্তান প্রস্তুত। আমরা অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করছি এবং এ অঞ্চলের স্থিতিশীলতা ও উন্নয়নে পাশে থাকতে চাই।”
সংবাদ সম্মেলনে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদ জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিন্দা জানান দার। একইসঙ্গে আন্তর্জাতিক মঞ্চে কাশ্মির ইস্যুতে পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
কেকে/এএম