নীলফামারী জেলার কৃতি সন্তান ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (এফডিইবি) কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন(৬৬) ঢাকার উত্তরার লুবানা জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) তিনি সাংগঠনিক কাজে নীলফামারী থেকে হবিগঞ্জ যাওয়ার প্রাক্কালে ঢাকার উত্তরায় পৌঁছালে সেখানেই অসুস্থ বোধ করেন। উত্তরার লুবানা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে স্ত্রী ৪পুত্র ও ২কন্যা সন্তানসহ অগণিত শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তার মৃত্যুতে আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান শোক প্রকাশ করেছেন। আমিরে জামায়েত ডা: শফিকুর রহমানের ইমামতিতে রাত ১০ টায় প্রথম জানাজার নামাজ সম্পন্ন হয়।
ছাত্র জীবন থেকে তিনি ইসলামি আদর্শ ন্যায় নিষ্ঠা ও সততা নিজের মধ্যে ধারণ করে জীবন পরিচালনা করেন। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের মিথ্যে নাশকতা ও বোমা হামলা মামলায় দীর্ঘদিন কারাবরণ করেন তিনি।
শুক্রবার বাদ জুম্মা বাংলাদেশ জামাতে ইসলামীর আয়োজনে প্রত্যেকটি বিভাগীয় শহরে মরহুমের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের দ্বিতীয় জানাযায় বাংলাদেশ জামেয়াতে ইসলামীর নীলফামারী জেলা আমির আব্দুস সাত্তার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাতে ইসলামি মিয়া গোলাম পরওয়ার দ্বিতীয় জানাজায় ইমামতি করেন।
জানাজা শেষে নীলফামারী জেলার টুপামারী চৌধুরীপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়।