জয়পুরহাটের কালাই উপজেলার করিমপুর গ্রামের একটি আলু ক্ষেত থেকে আব্দুল মালেক খান ফটু (৬৫)-এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বেগুনগ্রাম ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত পিয়ন ছিলেন।
শুক্রবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে জিন্দাপুর ইউনিয়নের কুজাইল দিঘী বড়কোদাল মাঠে কৃষকরা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি আব্দুল মালেক। সারারাত খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। পরদিন সকালে আলু ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়।
নিহতের ছেলে সিদ্দিকুর রহমান বলেন, আমার বাবা সুস্থ ছিলেন। কে বা কারা তাকে হত্যা করে লাশ আলু ক্ষেতে ফেলে গেছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।
কালাই থানার ওসি জাহিদ হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
কেকে/এএম