সোমবার, ৩ মার্চ ২০২৫,
১৯ ফাল্গুন ১৪৩১
বাংলা English

সোমবার, ৩ মার্চ ২০২৫
শিরোনাম: প্রাথমিকের ৬৫৩১ শিক্ষক নিয়োগে আর বাধা নেই       শাহজাদপুরে হোটেলে আগুন, ৪ মরদেহ উদ্ধার       কাঠগড়ায় কাঁদতে কাঁদতে কামাল মজুমদার বললেন, আর আ.লীগ করব না       রাজশাহীতে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে নিহত ৩      জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাসের রায় বহাল      অনিয়ম অবহেলায় চলছে সদর হাসপাতাল      নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৮      
গ্রামবাংলা
ফুলবাড়ীতে কনকনে ঠান্ডা, হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৪:৪৮ পিএম  (ভিজিটর : ১১৫)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশের উত্তরের সীমান্তঘেষা জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে নতুন বছরের শুরুতে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে এ জনপদের মানুষজন।

শুক্রবার (৩ জানুয়ারি) এই প্রথম বারের মতো তাপমাত্রা নামলো ৯ ডিগ্রির ঘরে। এ তাপমাত্রায় জেলা জুড়ে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। সকাল ৯ টায় রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রায় জেলা জুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৯টায় রেকর্ড হয় ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গত দেড় মাস ধরে এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রী সেলসিয়াস উঠানামা করছে এ উপজেলায়।

হিমেল হাওয়ার সঙ্গে সাথে ঝরছে হিম শিশির। এমন পরিস্থিতিতে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ।

স্থানীয়রা বলছেন, তীব্র শীতের কারণে ঘরের ফ্লোর, আসবাবপত্র, বিছানাপত্রসহ সবকিছু যেন বরফ হয়ে উঠে। ভোরে উঠে কাজ করতে খুবই অসুবিধা হয়ে উঠে।  

ফুলবাড়ী উপজেলার দিন মজুর কাশেম আলী ও নজরুল ইসলাম বলেন, এক সপ্তাহ ধরে কুয়াশা আর ঠান্ডা বাতাসের কারণে শীতটা মনে হচ্ছে অনেক বেড়েছে। কনকনে শীতের কারণে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। অথচ জীবন জীবিকা তাগিদে এই হাঁর কাঁপানো শীতে আমাদের কাজ করতে হয়।

বালারহাট এলাকার ভ্যান চালক জহুরুল ইসলাম ও দ্বিনেশ চন্দ্র রায় জানান, তিন-চার দিন ধরে ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত ঘন কুয়াশা। এই সময় কাজে বের হতে খুবই কষ্ট হয়। কিন্তু কী করবো, পরিবারের কথা চিন্তা করেই ক্ষ্যাপ মারতে হয়। দিনশেষে জ্বর-সর্দির মতো রোগে ভুগতে হচ্ছে আমাদের।

এদিকে শীতের কারণে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্তের পরিমাণ। প্রতিদিনই উপজেলার হাসপাতালগুলোর বহির্বিভাগে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজকেও ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে উত্তরের জনপদ। জেলাজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৯ জানুয়ারী পর্যন্ত মৃদু শৈত্যপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সাতকানিয়ার আওয়ামী লীগ নেতা শামসুল গ্রেফতার
কুবির ক্যাফেটেরিয়ায় পচা ও বাসি ইফতার বিক্রয়ের অভিযোগ
সোনাগাজীতে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি সবুজ গ্রেফতার
স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহসহ পদত্যাগের দাবিতে মিছিল
কাপাসিয়ায় প্রশাসনের উদ্যোগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং

সর্বাধিক পঠিত

লালপুরে ঈদগাহ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর
ছেলের বায়না মেটাতে নতুন বাইক, এক সপ্তাহ পর সড়ক দুর্ঘটনায় মৃত্যু
নালিতাবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে জরিমানা
শ্রীমঙ্গলে এখনও সয়াবিন তেল সংকট, বিপাকে ভোক্তা
কাপাসিয়ায় প্রশাসনের উদ্যোগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝