নড়াইল জেলায় আংশিক কমিটি ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ বছরের জন্য নড়াইল জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হলো। ইমাম হোসেন সেলিমকে সভাপতি ও মাহবুব হোসেন মিলনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক মো. টিপু শেখ।
এছাড়াও সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যসহ বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন।
কেকে/এএম