ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিএনপি নেতা অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম বলেছেন, রাতের বেলায় আর ভোট হবে না, দিনের ভোট দিনেই হবে। তিনি বলেন, বিএনপি’র নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে এবং আগামীতে দলের মনোনীত প্রার্থীর পক্ষেই কাজ করবেন।
শুক্রবার (৩ জানুয়ারি) ফুলবাড়িয়ার চৌদার উত্তর পাড়া স্টুডেন্ট ক্লাবের ১৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তারেক রহমান কর্মী বান্ধব নেতা। জমি দখল ও দুর্নীতিবাজদের বিএনপিতে ঠাই হবে না। শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা এবং সামাজিক দায়বদ্ধতা থেকে মসজিদ, মাদ্রাসা ও ক্লাবগুলোতেও সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মিসেস রুমা ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আহমদ আলী সরকারসহ স্থানীয় ছাত্রদল, যুবদল, ও ক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/এএম