লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত দুইদিন ধরে সূর্যের দেখা না মেলায় হাড়কাঁপানো ঠাণ্ডায় দুর্ভোগে দিন কাটাচ্ছেন এলাকাবাসী।
রাত নামার সঙ্গে সঙ্গে শীতের দাপট আরও বেড়ে যায়। উপজেলার হাজিরহাট, তোরাবগঞ্জ, চরলরেন্স, ও ফজুমিয়ারহাটসহ বিভিন্ন হাট-বাজারে মানুষজন খড়কুটা ও কাগজে আগুন জ্বালিয়ে শীত থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছেন।
বিশেষ করে মেঘনা নদী ভাঙা অসহায় দরিদ্র পরিবারগুলো পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগে পড়েছে। শীতের কারণে হাট-বাজারে মানুষের আনাগোনা কমে গেছে, রাস্তাঘাটে যানবাহনের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা সোহরাব হোসেন জানিয়েছেন, শীতের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। এর ফলে কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি আরও দীর্ঘায়িত হতে পারে।
স্থানীয়রা জানান, গত দুইদিন সকাল থেকে টানা কুয়াশার মধ্যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোদের তাপ শূন্যের কোটায়। সন্ধ্যার নামার সাথে সাথে শীতের শীতের তীব্রতা বেড়ে যায়।
কেকে/এএম