মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আ.ক.ম. মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুজ্জামান চন্দন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান, গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ।
প্রধান অতিথির বক্তব্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আ.ক.ম. মোজাম্মেল হক বলেন, দেশবাসী যেকোনো প্রয়োজনে জনগণের পাশে থাকবে বিএনপি। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান দেশের মানুষের জীবনমান উন্নয়নে যে পরিকল্পনা গ্রহণ করবেন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রতিটি নেতা-কর্মী তা বাস্তবায়নে মাঠে কাজ করবে।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক একে এম গিয়াস উদ্দিন, উপজেলা যুবদল আহ্বায়ক জিএস অহিদুজ্জামান অহিদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহমুদুল হক প্রমুখ।
অনুষ্ঠানে প্রায় সাড়ে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক বাইজিদ শ্রাবণ।
কেকে/এএম