নোয়াখালী-১ আসনের সাবেক এমপি ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বর্তমান সরকারকে পুরো জাতি সমর্থন করে।
শুক্রবার (৩ জানুয়ারি) নোয়াখালীর সোনাইমুড়ী সরকারি কলেজ মাঠে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই সরকারের বিরুদ্ধে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ছাত্রদলকে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তির মোকাবিলা করতে হবে। তিনি আরও বলেন, শুধু রাজনীতি নয়, ছাত্রদের পড়ালেখায় মনোযোগী হতে হবে।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সোনাইমুড়ীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজিম উদ্দিন রনির সভাপতিত্বে এবং সদস্য সচিব নুর মোহাম্মদ সাদ্দাম ও পৌর ছাত্রদলের সদস্য সচিব সহেল উদ্দিন সজিবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সানি, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোতাহার হোসেন মানিক, পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সেলিম শাহি, অ্যাডভোকেট মাহমুদ হাসান শাকিল।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
কেকে/এএম