ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-র সভাপতি, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাবের সভাপতি ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-র সদস্য প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজুর মা আমেনা খাতুন মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।
শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে রাজধানীর শমরিতা হাসপাতালে দীর্ঘ প্রায় ১ মাস ১৭ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ২ ছেলে ও ১ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুন গ্রাহী রেখে গেছেন।
মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাবের মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ সহ এ্যাব এর সকল স্তরের নেতৃবৃন্দ।
এক শোক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমা রাবেয়া খাতুনের আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে বাদ মাগরিব মরহুমার নামাজের জানাযা রাজধানীর নিকেতনের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
কেকে/এইচএস