লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ইউপি সদস্য হানিফ আলী রাজা বিরুদ্ধে জমি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বে বিষাক্ত ক্যামিক্যাল ব্যবহার করে ১৫ বিঘা জমির ভুট্টা ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর রাতে সানিয়াজান ইউনিয়নের শেখ সুন্দর গ্রামের ৭ নং ওয়ার্ডের আব্দুল হাকিমসহ কয়েকজন ওয়ারিশ বর্গের ১৫ বিঘা জমির ভুট্টা ক্ষেতে বিষাক্ত ক্যামিক্যাল স্প্রে করে। এর পর ভুক্তভোগী আব্দুল হাকিম স্থানীয় থানায় ১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় সরেজমিনে তদন্ত করেছেন লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম, স্থানীয় পুলিশ এবং কৃষি কর্মকর্তা মিজানুর রহমান। ভুক্তভোগী আব্দুল হাকিম দাবি করেছেন, ইউপি সদস্য হানিফ আলী রাজা, তার ছোট ভাই খাজা, কাসেমসহ কয়েকজন মিলে এই ঘটনা ঘটিয়েছে।
অন্যদিকে, অভিযুক্ত ইউপি সদস্য হানিফ আলী রাজা অভিযোগ অস্বীকার করে বলেছেন, ভুট্টা ক্ষেত নষ্ট করার ব্যাপারে আমি কিছু জানি না। আমাকে ফাঁসানোর ষড়যন্ত্র করা হচ্ছে।
কৃষি কর্মকর্তা মিজানুর রহমান এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ১৫ বিঘা জমির ভুট্টা ক্ষেত নষ্ট করা অত্যন্ত দুঃখজনক। দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ মাহমুদুন নবী জানিয়েছেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। সতত্য পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/এএম