লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিন চরবংশী ইউনিয়নের চরকাচিয়া আশ্রয়কেন্দ্র বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিনের সমস্যায় পড়ে ২০২৩ সালে বন্ধ হয়ে গেছে। ১৪ বছর ধরে বিনা বেতনে পাঠদান কার্যক্রম চালানো হলেও শিক্ষকরা আর পাঠদান চালিয়ে যেতে পারছেন না। এ কারণে শিক্ষার্থীরা নতুন বছরের বই উৎসব থেকে বঞ্চিত হয়েছে।
২০১১ সালের ১ জুলাই রায়পুরের মেঘনা নদীর পাড়ে আশ্রয়কেন্দ্র ও আবাসনকেন্দ্রে বসবাসকারী ১৬০ পরিবারের শিশুদের জন্য চরকাচিয়া আশ্রয়কেন্দ্র বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এই স্কুলের চারটি কক্ষে ১২০টি জেলে পরিবারের শিশুরা শিক্ষার সুযোগ পেতো, কিন্তু সরকারি কোনো স্কুল না থাকায় তাদের এই বিদ্যালয় ছিল একমাত্র আশ্রয়স্থল।
স্কুলটি নির্মাণে সাবেক জেলা প্রশাসক জিল্লুর রহমানের নির্দেশনায় রায়পুরের সাবেক ইউএনও শারমিন আলম কাজ করেন। তবে বিদ্যালয়টির শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিনা বেতনে কাজ করছিলেন, যা তাদের জীবনযাত্রার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এই অবস্থায় ২০২৩ সালে স্কুলটি বন্ধ হয়ে যায়, এবং শিক্ষকেরা মানবেতর জীবনযাপন করছেন।
স্কুলের প্রধান শিক্ষক মো. চাঁন মিয়া জানিয়েছেন, স্কুলটি প্রতিষ্ঠা হয়েছিল অসহায় জেলে ও দিনমজুর পরিবারের শিশুদের শিক্ষার জন্য, কিন্তু বর্তমানে শিক্ষকদের বেতন বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা হতাশ হয়ে পড়েছেন। বর্তমান ইউএনও তাদের বেতন দেওয়ার কথা বললেও পরবর্তীতে তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান খাঁন আশ্বাস দিয়েছেন যে, তিনি শিগগিরই বিদ্যালয়টি পরিদর্শন করবেন এবং সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা নেবেন।
কেকে/এএম