নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ শাকিল মাহামুদ (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে আলাইয়ারপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের এনায়েতনগর গ্রামে এ ঘটনা ঘটে।
আটক শাকিল মাহমুদ বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের আপ্তারামপুর গ্রামের মুন্সি বাড়ির হারুনুর রশিদের ছেলে।
পুলিশ জানায়, শাকিল মাহমুদ একজন পেশাদার চাঁদাবাজ ও সন্ত্রাসী। সে এলাকায় বিভিন্ন দুষ্কর্মের সাথে জড়িত। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৮টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে এনায়েতনগর গ্রামের একজন ব্যক্তিকে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখায়।
এ সময় উপস্থিত লোকজন শাকিলকে অস্ত্রসহ আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ দেশীয় পাইপগানসহ শাকিল মাহমুদকে আটক করে। তাকে অস্ত্র আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
কেকে/এএম