ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে পুর্বশত্রুতার জেরে গ্রাম্য দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) সকালে এক ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে সংঘর্ষকারীরা ১০টি বসতঘর ভাঙচুর করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষটি সাহিদ মাতুব্বরের সমর্থকদের সাথে হারুন মাতুব্বরের সমর্থকদের মধ্যে ঘটে। সংঘর্ষ চলাকালে সাহিদ মাতুব্বরের সমর্থকরা হারুন মাতুব্বরের দুইটি বাড়িতে হামলা চালিয়ে ১০টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের ফরিদপুর হামপাতাল ও নগরকান্দা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/এএম