রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গঙ্গাচড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মো. শোয়াইবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চল শ্রমিক কল্যাণ ফেডারেশনে সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক আবুল কাশেম বাদল, প্রধান আলোচক ছিলেন রংপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী।
বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি বেলাল আবেদীন, গঙ্গাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা নায়েবুজ্জামান, রংপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা সাইফুল ইসলাম, পরশুরাম থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান প্রমুখ।
দ্বি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের প্রকাশ্য ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন গঙ্গাচড়া উপজেলা সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মাওলানা মো. শোয়াইবুর রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুর রহমান।
এ সময় গঙ্গাচড়া উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৯ ইউনিয়নের সকল সদস্য ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/ এএম