চট্টগ্রামের আনোয়ারায় চালককে জিম্মি করে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার ভোররাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রাউজানের মো. আবুল কাশেম (৩২), মোহাম্মদ করিম (৩৪), ভোলার লালমোহন এর মোহাম্মদ আব্বাস (৩০), আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের মো. জসিম এর ছেলে মোহাম্মদ জিসান (১৯)।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
কেকে/এমএস