‘অন্তর্বর্তী সরকার জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে’ বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে এবি পার্টি লক্ষ্মীপুর জেলা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
লক্ষ্মীপুর শহরের আলীয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক ফখরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্যসচিব চৌধুরী মশিউল আজম সাকিব।
এছাড়া, যুব পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল, লক্ষীপুর আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ একে এম আবদুল্লাহ, সহকারী সদস্যসচিব সিদ্দিকুর রহমান, আনোয়ার ফারুক, যুক্তরাষ্ট্র কমিটির নেতা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য সম্পাদক আশরাফ মাহমুদ রুমেল, ঢাকা মহানগর নেতা কেফায়েত হোসেন তানভীরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মজিবুর রহমান মঞ্জু তার বক্তৃতায় বলেন, রাষ্ট্র সংস্কারের কাজ চলমান রেখে দেশে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে এবং সংস্কারের কথা বলে সময়ক্ষেপণ করা যাবে না।
তিনি আরও বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় আছেন এবং যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, তাদের সকলকেই ১৬ বছরের খুন ও দুর্নীতির বিচারে সোচ্চার হতে হবে।
দলের যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সংস্কার ও নির্বাচন নিয়ে অযথা বিতর্ক তোলা হচ্ছে, যদি সরকার আন্তরিক হয়, তাহলে মৌলিক সংস্কারগুলো করে ১ বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব।
তিনি আরও বলেন, জনগণকে সরকারকে জিজ্ঞেস করতে হবে তাদের অধিকার প্রাপ্তির জন্য, এবং সরকারের কর্তাব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।
শাহাদাতুল্লাহ টুটুল বলেন, বিগত ১৬ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশকে খুন গুমের স্বর্গরাজ্য করেছিল, তার মধ্যে লক্ষীপুর জেলা বাদ যায়নি। তিনি বলেন, প্রতিটি ঘটনার বিচার করতে হবে।
এছাড়া, সভায় ফেনী জেলার যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকী, প্রচার সম্পাদক হাবিব মিয়াজি, লক্ষীপুর সদর উপজেলা আহ্বায়ক ইমরান হোসেন রাকিব, জেলা সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, রামগতির সমন্বয়ক মাওলানা সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
কেকে/এএম