টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৪ জন প্রশিক্ষণরত কনস্টেবলকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমানের সাক্ষরিত আদেশে ওই ১৪ কনস্টেবলকে অব্যাহতি প্রদান করা হয়।
আদেশে উল্লেখ করা হয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তাদের প্রশিক্ষণ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হলো। একই দিন অব্যাহতি পাওয়া কনস্টেবলরা ট্রেনিং সেন্টার ত্যাগ করে নিজ নিজ বাড়িতে রওনা দেন।
পুলিশ ট্রেনিং সেন্টারের তথ্য মতে, গত ২৪ জুন থেকে শুরু হওয়া ৫৪তম ব্যাচের মৌলিক প্রশিক্ষণে ৭৮৭ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছিলেন। ১৯ ডিসেম্বর নির্ধারিত সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান অনিবার্য কারণে স্থগিত করে ১২ জানুয়ারি পুনঃনির্ধারণ করা হয়।
অব্যাহতি পাওয়া কনস্টেবলরা অভিযোগ করেন, আমরা ১৯১ দিন ধরে কঠোর প্রশিক্ষণ নিয়েছি। শৃঙ্খলা ভঙ্গের কোনো প্রমাণ ছাড়াই আমাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো। এটি অন্যায়।
এ বিষয়ে জানতে চাইলে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার সাহেদ মিয়া জানান, এই বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে পারবো না। সিদ্ধান্ত পুলিশের হেডকোয়ার্টার থেকে নেওয়া হয়েছে।
অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
কেকে/এএম