মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫,
২৪ পৌষ ১৪৩১
বাংলা English

মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
শিরোনাম: তামিমের ফিফটিতে বরিশালের বড় জয়      দুর্নীতির অভিযোগে তদন্তের আওতায় টিউলিপ সিদ্দিক      কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাষ্ট্রপতির      বিএনপি-জামায়াত বাগযুদ্ধ, কৌশল নাকি দ্বন্দ্ব      পদবঞ্চিত ৭৬৪ কর্মকর্তা ক্ষতিপূরণ পাচ্ছে ৭৫ কোটি টাকা      মেট্রোরেলের সেবায় ভ্যাট অব্যাহতি দিল এনবিআর      রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান      
রাজনীতি
‘জামায়াত এদেশে ক্ষমতায় আসতে কয়েক শত বছর সময় লাগবে’
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৯:২০ পিএম আপডেট: ০৪.০১.২০২৫ ৩:৫১ পিএম  (ভিজিটর : ১৭৪)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন, এদেশের স্বাধীনতা বিরোধী দল হিসেবে চিহ্নিত বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদের জীবদ্দশায় ক্ষমতায় আসতে দেখবো না। জামায়াত এদেশে ক্ষমতায় আসতেও কয়েক শত বছর সময় লাগবে।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলডিপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, জামায়াত আমীর বলেছেন, এদেশে সেনাবাহিনী ও জামায়াত ইসলামী হচ্ছে বড় দেশ প্রেমিক। এটা শুনতে লজ্জার। বিএনপি প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। বিএনপিতে শতশত নেতা আছেন তারা সম্মুখ যুদ্ধে অংশ গ্রহণ করেছেন। আমিও জীবনবাজি রেখে সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছি। আর যারা আমাদের শরীর থেকে রক্ত নিয়েছে আজ তারাই নিজেদের বড় দেশ প্রেমিক দাবি করেন। যারা এসব বলেন আপনাদের কি লজ্জা লাগে না?

সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ বলেন, আপনারা পাকিস্তানিদের পক্ষ নিয়ে রাজাকার বাহিনীর সাথে আঁতাত করে মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ করেছেন। চান্দিনার কংগাই গ্রামের গণহত্যা চালিয়েছেন বাড়িতে আগুন লাগানোর ঘটনা রয়েছে। এসব ঘটনার পরও কি নিজেদের বড় দেশ প্রেমিক দাবি করবেন?

তিনি জামায়াত ইসলামীর প্রতি হুশিয়ার করে বলেন, আপনারা মুখ সামলে কথা বলবেন। আপনারা ঘাটাঘাটি করতে যাবেন না। ঘাটতে গেলে দুর্গন্ধ ছড়াবে। মহান মুক্তিযুদ্ধে আপনারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করেছেন। শেখ মুজিবুর রহমান জামায়াত ইসলামীকে দল হিসেবে স্বীকৃতি দেয়নি।

যখন এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন হয়, তখন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনাদেরকে দল করার সুযোগ দিয়েছে। আপনারা দল গোছাচ্ছেন ভালো কথা, কিন্তু দেশের স্বাধীনতা ও নিজেদের দেশ প্রেমিক দাবি করে কোনো বিভ্রান্তি সৃষ্টি করবেন না। ২০ দলীয় জোটের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে বড় কোনো রাজনৈতিক দলের সাথে জোটভুক্ত হয়ে হয়তো প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব হবে। একা একা রাজনীতি করে জেতা মোটেও সম্ভব না।

২নং বাতাঘাসী ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক মো. নাছির মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ, কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যক্ষ আবুল কাশেম, এলডিপি নেতা বীর মুক্তিযোদ্ধা এম.এ. গাফফার।

বাতাঘাসী ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি জাকির হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা উপজেলা গণতান্ত্রিক যুবদল সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, মাধাইয়া ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি মো. রাব্বি, বাতাঘাসী ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল নাজমুল মোল্লা প্রমুখ।

কেকে/এএম
আরও সংবাদ   বিষয়:  লিবারেল ডেমোক্রেটিক পার্টি   বাংলাদেশ জামায়াত ইসলামী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পদত্যাগের ঘোষণা জাস্টিন ট্রুডোর
‘আওয়ামী বাকশালীরা দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছিল’
কসবা সীমান্তে ৪ ভারতীয় নাগরিক আটক
তামিমের ফিফটিতে বরিশালের বড় জয়
দুর্নীতির অভিযোগে তদন্তের আওতায় টিউলিপ সিদ্দিক

সর্বাধিক পঠিত

‘আপনি না আসলে নিজের স্টাইলে ৩ জনকে ফালায় দিয়ে বের হয়ে যাবো’
শিবির থাকায় জাতীয় সংলাপ বর্জন ছাত্রদলের
শ্রীনগরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৬
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির অভিযোগ
সুন্দরগঞ্জে মাদক বিরোধী মতবিনিময় সভা

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝