হবিগঞ্জের মাধবপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে উপজেলার আদাউর ইউপির গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সবাইকে মাধবপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- সুমন মিয়া(২২), ফিরোজ মিয়া(৯৫), আশরাফুল(১৬), মাহিন(১৭), খসরু(৫০), মাহমুদা(৪৫), আলফু মিয়া (৭৫), মেমরাজ(২৫), আরিফ(২৫), আফিয়া (৭০), আরাফাত (১৬), শরীফ(২০), সাইফুল (১৪), জীব (১৫), রাসেল মিয়া(৩২), কাদির(৭৫), নাছির(৪০), আ. জলিল(৩৫), মাসুক(৪৩), আবু ছালেক(৩২) ও গফুর মিয়া (৫৫)।
স্থানীয় বাসিন্দা ধনু মিয়া জানান, দীর্ঘদিন থেকে ফিরোজ গ্রুপ ও মাহফুজ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। আজ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু-পক্ষ অনেক মানুষকে একত্রে জমায়েত করে। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হলে প্রায় ২০ জন আহত হয়। আহত কয়েকজনের অবস্থা গুরুতর। এসময় বাড়িঘর ভাঙচুরসহ ১টি সিএনজি ভাঙচুর করা হয়।
এ বিষয়ে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ‘খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সাথে জড়িতদের তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কেকে/এমএস