ইংরেজি নতুন বছর উদযাপন করতে বাসার লকার ভেঙ্গে ৪৪ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। এবিষয়ে দুজনকে স্বর্ণ ও নগত টাকা সহ আটক করেছে আদাবর থানা-পুলিশ।
শনিবার (৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া।
আটককৃতরা হচ্ছে মাহিন ও রেহান। দুজনার মধ্যে একজন বাদির আত্মীয় বলে জানান ওসি।
এর আগে, আদাবর থানা এলাকার একটি বাসা হতে রাতের বেলা লকার ভেঙ্গে চৌচল্লিশ ভরি স্বর্ণ চুরি হয়। শুক্রবার দুপুরের দিকে আদাবর থানার ওসির নেতৃত্বে চোরাইকৃত স্বর্ণের মধ্যে ৩২ ভরি স্বর্ণ নগত টাকা সহ দুজনকে আটক করতে সক্ষম হয়। এই সংক্রান্তে একটি মামলা হয়েছে আদাবর থানায়।
আদাবর থানার ওসি বলেন, গত ২৮ অথবা ৩০ ডিসেম্বর রাতে আদাবর ১৬ নাম্বার এলাকায় একটি বাসায় চুরির ঘটনা ঘটে। এসময় বাসার লকার ভেঙ্গে চৌচল্লিশ ভরি স্বর্ণ চুরি হয়। পরবর্তীতে আদাবর থানায় একটি মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে ৩২ ভরি স্বর্ণ উদ্ধার করে এবং এর সাথে জড়িত ২জনকে আটক করা হয়।
ওসি আরো বলেন, এই ঘটনাটি ঘটেছে একজন সুনামধন্য এক কন্ঠশিল্পীর বাসায় ওই শিল্পীর নাম বাবলী সরকার। ঘটনার দিন বাদি বাসায় না থাকায় এই ঘটনা ঘটে। বাদির মা হাসপাতালে ভর্তি থাকায় তিনি হাসপাতালে থাকায় এর ফাঁকে এই বাসায় চুরির ঘটনা ঘটে। ওসি বলেন, আটককৃত দুজনের মধ্যে একজন বাদির ভাতিজা বলে জানা গেছে অন্যজন তার ভাতিজার বন্ধু। আসামিরা চুরির স্বর্ণালংকার বিক্রি করে আনন্দ ফুর্তি করতে চেয়েছিল বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে বলে ওসি জানান।
আটককৃতদের বয়স ১৭ / ১৮ আছর হবে। ইংরেজি নতুন বছর আনন্দ ফুর্তি করার জন্য এই চুরি করেছে বলে প্রাথমিক ধারণা।
উদ্ধার হওয়া স্বর্ণআলংকারের মধ্যে রয়েছে। বালা চুড়ি ৬টি, চিকন চুড়ি ১২টি, বাচ্চার ছোট চুড়ি ২টি, ছোট-বড় কানের দুল ১০টি, আঙ্গুলের আংটি ৭টি, গলার হার ২টি, শীতা হারসহ কানের দুলের সেট ১টি, চেইন সহ লকেট ২টি, ব্রেসলেট ২টি, পায়েল ২টি সহ অন্যান্য স্বর্নালংকার যার আনুমানিক ওজন ৪৫ভরি এবং রূপার তৈরি নুপুর ২টি, রূপার চিকন চুড়ি ১২টি ও রূপার চেইন সহ কানের দুল ১সেট যার আনুমানিক ওজন ১২ ভরি যাহার মধ্যে ৩২ভরি ৩ আনা স্বর্ন, ১০ভরি ১৫ পনের আনা রূপা এবং নগদ ৮৭,০০০/- (সাতাশি হাজার) টাকা উদ্ধার করা হয়। বাকি অলংকার উদ্ধার এবং এর সাথে আরো আসামী থাকার সম্ভবনা থাকায় গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
কেকে/এমএস