সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযানে ১ কোটি ৮ লক্ষ ৯৭ হাজার ৫০ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
শনিবার (৪ জানুয়ারি) ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকা মিনাটিলা, কালাইরাগ, বিছনাকান্দি, নোয়াকোট, দমদমিয়া, কালাসাদেক, শ্রীপুর, বাংলাবাজার, লাফার্জ, প্রতাপপুর, পান্থুমাই এবং সংগ্রাম বিওপি-তে অভিযান চালানো হয়।
অভিযানে ভারতীয় শাড়ি, চিনি, কম্বল, গরু, বিয়ারসহ বিপুল পরিমাণ চোরাই পণ্য এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, পাথর ও শিং মাছ জব্দ করা হয়। এ ছাড়া চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত পিকআপ ও ট্রাকও জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, প্রতিদিনের অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। জব্দকৃত মালামাল বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/এএম