কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে দলটির আমীর ডা. শফিকুর রহমান সরকার ও বিভিন্ন প্রকল্পের দুর্নীতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন।
শনিবার (৪ জানুয়ারি) কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান অভিযোগ করেন, লুটপাটের মাধ্যমে দেশের সম্পদ বিদেশে পাচার করে বেগমপাড়া গড়ে তুলেছে সরকার। তিনি বলেন, মেগা উন্নয়নের নামে প্রকল্প থেকে মেগা ডাকাতি হয়েছে। যারা দেশকে ভালোবাসে, তারা বিদেশে নয়, এদেশেই থাকবে।
তিনি আরও অভিযোগ করেন, তৎকালীন প্রধানমন্ত্রীর পিয়নের অ্যাকাউন্টে সাড়ে চারশ কোটি টাকা পাওয়া গেছে। পিয়নের অ্যাকাউন্টে যদি এত টাকা থাকে, তবে তার মালিকের কত টাকা থাকতে পারে তা সহজেই অনুমেয়, বলেন তিনি।
শফিকুর রহমান উল্লেখ করেন, রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে ৫৭ হাজার কোটি টাকা চুরি হয়েছে। গত ১৫ বছরে সরকারের লুটপাটের পরিমাণ প্রায় ২৬ লক্ষ কোটি টাকা, যা দেশের বার্ষিক বাজেটের পাঁচ গুণ।
জামায়াত আমীর ইসলামী ব্যাংকের ধ্বংসের জন্য বর্তমান সরকারকে দায়ী করেন। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে ইসলামী ব্যাংকের উপর মানুষের আস্থা ছিল। কিন্তু এখন সেটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে।
তিনি অভিযোগ করেন, এক পদ্মা সেতুর পরিবর্তে চারটি সেতুর টাকা খরচ হয়েছে। বাকি অর্থ কোথায় গেছে? বিদেশে পাচার হয়েছে।
শফিকুর রহমান ছাত্র ও যুব সমাজের উদ্দেশ্যে বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে আরও লড়াই করতে হবে। শিক্ষার্থীদের এমন শিক্ষা ব্যবস্থা দেওয়া হবে, যাতে চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরতে না হয়।
তিনি আরও বলেন, দেশের যুবক-যুবতীদের আমরা দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলতে চাই। তখন এ দেশের মানুষ আর বিদেশে চাকরির জন্য যাবে না।
নারীদের নিরাপত্তা ও স্বাধীনতার বিষয়ে জামায়াত প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, কাউকে জোর করে বোরকা পরানো হবে না। নারীরা স্বাধীনভাবে কাজ ও রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন।
কেকে/এএম