লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিএনপির পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩ জানুয়ারি) রাতে তাদের আটক করে শনিবার (৪ জানুয়ারি) সকালে জেল-হাজতে পাঠানো হয়।
লালমনিরহাট সদর থানায় বিএনপির অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়ি’ নামে একটি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়েরের পর হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের পাঁচ নেতাকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিন্দুর্না ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিফুল বাবু, সিন্দুর্না ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম জীবন, সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা রুমন, উপজেলা ছাত্রলীগ নেতা শাকিল চোপড়া,
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদ-নবী জানান, লালমনিরহাট শহরের বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় তাদের আটক করা হয়েছে। তাদের শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
সম্প্রতি লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির পার্টি অফিসে হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয় বিএনপি থানায় মামলা দায়ের করে, যার প্রেক্ষিতে গ্রেফতার অভিযান পরিচালিত হয়।
কেকে/এএম