চাঁদপুরের মতলব উত্তরে মধ্য ইসলামাবাদ ফোরকানিয়া মাদ্রাসায় ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) সকালে মাদ্রাসা মাঠে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বই বিতরণ করা হয়।
বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ইউসুফের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান।
বিশেষ অতিথি ছিলেন মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন আমু, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরোগী মো. জহির খান, যুবদল নেতা হালিম সরকার রিঙ্কু, সাবেক ইউপি সদস্য দুলাল দর্জি।