দেশের সংকট নিরসন ও ভারতীয়দের বাংলাদেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
শনিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাব চত্বরে দলটির আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশটি জাগপার নগর কমিটির সভাপতি মো. মোবারক হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাহীন আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগপার কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সহ-সভাপতি এমএ ওয়াহাব, ডা. আওলাদ হোসেন শিল্পী, প্রফেসর আবু রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, মনসুর আহমেদ, রোকনুদ্দিন হাজারী, মোখলেসুর রহমান, মোহাম্মদ হোসেন মোবারক, আইয়ুব আলী, এমএ শাহিন ও যুব জাগপা সভাপতি শাকির হোসেন। এছাড়া দলের অন্যান্য নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।
বক্তারা দেশের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ভারতের বাংলাদেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিদেশি হস্তক্ষেপ বন্ধ করতে হবে। পাশাপাশি দেশের চলমান সংকট নিরসনে জনগণকে এগিয়ে আসার অনুরোধ জানান।
কেকে/এএম