হবিগঞ্জের মাধবপুর থানার নোয়াপাড়া ইউনিয়নের কড়রা পাকা রাস্তায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো চাকু ও একটি লোহার রড উদ্ধার করা হয়।শনিবার (৪ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৩টায় কড়রা পাকা রাস্তায় কিছু ব্যক্তি ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই মো. মিজানুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে একটি অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মো. পারভেজ মিয়া (২৩), পিতা: মো. এমরান মিয়া, সাং-বেঙ্গাডোবা, মো. রবিউল আওয়াল রুবেল (৩৮), পিত: মো. সামছুল হক, সাং-পূর্ব বেঙ্গাডোবা, মো. পারভেজ মিয়া (৩০), পিতা: মো. ইউসুফ আলী, সাং-মাদারগড়া।
গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করেছে যে তারা ঢাকা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন স্থানে রাত্রিকালে চুরি, ডাকাতি ও ছিনতাই কার্যক্রমে লিপ্ত। তাদের বিরুদ্ধে খুন, ধর্ষণ, ডাকাতির প্রস্তুতি এবং মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
ধৃত আসামিদের বিরুদ্ধে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কেকে/এএম