বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া এলাকায় একটি গরুর বাছুরকে কেন্দ্র করে পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট সৎ ভাই নিহত হয়েছে।
শনিবার (৪ জানুয়ারী) সকাল ৯টায় আলীকদমের নয়াপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. নুরুল আবছার (২১) নয়াপাড়া পাড়া এলাকার মৃত আনোয়ার হোসেন ও রাবেয়া খাতুনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কামাল উদ্দিনের বড় ছেলে মোহাম্মদ মুসা মিয়ার সাথে একটি গরুর বাছুরকে কেন্দ্র করে পারিবারিক দ্বন্দ্বে তার ছোট সৎ ভাই মো. নুরুল আবছারের সাথে মারামারির ঘটনা ঘটে। মারামারির এক পর্যায়ে তার কানে কামড় দিয়ে কান ছিড়ে ফেলে। কান থেকে দ্রুত রক্ত ক্ষরণ হলে প্রাথমিক পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা গ্রহণ করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক সাড়ে ৩ টার সময় তার মৃত্যু হয়।
৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, আজ সকালে তাদের ২ ভাইয়ের মধ্যে একটি গরুর বাছুরকে কেন্দ্র করে বেশ কয়েকবার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কানে কাঁমড় দিলে অতিরিক্ত রক্ত ক্ষরণ হওয়ার কারণে নুরুল আবছারের মৃত্যু হয় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
আলীকদম থানার তদন্ত কর্মকর্তা এসআই মো. হারুন নয়াপাড়া এলাকায় ভাইয়ের হাতে ভাই নিহত হওয়ার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত রক্ত ক্ষরণ হওয়ার কারণে নুরুল আবছারের মৃত্যু হয় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে এবং আইনি কার্যক্রম পক্রিয়াধীন।
কেকে/এমএস