নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে স্বামী আবুল কালামের গোপনাঙ্গ কেটে দেয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ভুক্তভোগী স্বামীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আবুল কালাম সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ধর্মপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, আবুল কালামের স্ত্রী সুমি আক্তারকে জমি রেজিস্ট্রি না দেওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে শুক্রবার রাতে ঝগড়া ও কথা-কাটাকাটি হয়। পরবর্তী সময়ে সকালে আবুল কালাম ঘুমে থাকা অবস্থায় স্ত্রী ধারালো ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে মারাত্মকভাবে আহত করে।
পরে বাড়ির লোকজন আহত আবুল কালামকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। ঘটনার পরে স্ত্রী সুমি আক্তার পালিয়ে গেছেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা জানার পর পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর অভিযোগ শুনেছে। তারাও থানায় এসেছে। আমরা চিকিৎসা নেওয়ার জন্য ঢাকায় যেতে বলেছি। অভিযুক্ত স্ত্রী পালিয়ে গেছে। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/এআর