সিডনি টেস্টে সফরকারী ভারতকে ৬ উইকেটে হারিয়ে এক দশক পর বোর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের করে নিলো স্বাগতিক অস্ট্রেলিয়া। জেতার জন্য ১৬২ রানের টার্গেট পায় অস্ট্রেলিয়া। জবাবে ৬ উইকেট হাতে রেখেই ম্যাচসহ ৩-১ ব্যবধানে সিরিজ জেতে স্বাগতিকরা।
রোববার (৫ জানুয়ারি) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের শেষ টেস্টে তৃতীয় দিনেই জয় নিশ্চিত করে প্যাট কামিন্সের দল। এই জয়ে আগামী জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো অজিরা।
জুনের ১১ তারিখে লর্ডসে শুরু হবে ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। অবশ্য অস্ট্রেলিয়ার আগে সেই ফাইনালের একটি স্লট বুকিং করে ফেলেছিলো দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের সাথে চলমান সিরিজের প্রথম টেস্টে জয়ের পর ফাইনালিস্ট হিসেবে সেখানে নাম লেখায় তারা।
এবারের মৌসুমে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই কোনো দ্বিপাক্ষিক সিরিজ ছিলো না অস্ট্রেলিয়ার। ফাইনালে অবশ্য সেই অপূর্ণতা মিটতে যাচ্ছে ক্রিকেট ভক্তদের।
উল্লেখ্য, এখন পর্যন্ত দুইবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ২০১৯-২১ ও ২০২১-২৩ মৌসুমে এই ফাইনাল জেতে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। দুইবারই রানার্সআপ হয় ভারত।
কেকে/এআর