মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫,
২৪ পৌষ ১৪৩১
বাংলা English

মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
শিরোনাম: তামিমের ফিফটিতে বরিশালের বড় জয়      দুর্নীতির অভিযোগে তদন্তের আওতায় টিউলিপ সিদ্দিক      কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাষ্ট্রপতির      বিএনপি-জামায়াত বাগযুদ্ধ, কৌশল নাকি দ্বন্দ্ব      পদবঞ্চিত ৭৬৪ কর্মকর্তা ক্ষতিপূরণ পাচ্ছে ৭৫ কোটি টাকা      মেট্রোরেলের সেবায় ভ্যাট অব্যাহতি দিল এনবিআর      রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান      
প্রিয় ক্যাম্পাস
‘পুসার’এর নতুন সভাপতি লিটন ও সাধারণ সম্পাদক জয়নুল
মোখলেসুর রহমান মাহিম, জাককানইবি
প্রকাশ: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫, ১১:২০ এএম  (ভিজিটর : ৪৪)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ রৌমারী (পুসার) এর ২০২৪-২৫ সালের ১ বছরের জন্য নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিটন আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়নুল আবেদীন।

শনিবার (০৪ জানুয়ারী) সন্ধ্যায় নির্বাচন কমিশন কর্তৃক এক বিজ্ঞপ্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ ঘোষণা করা হয় এবং আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ প্রদান করা হয়।

সংগঠনটির নতুন সভাপতি লিটন আহমেদ বলেন, ‘প্রথমত, আমি অত্যন্ত কৃতজ্ঞ ও সম্মানিত যে, আমাকে পুসার এর গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়েছে। এটি আমার জন্য একটি বিশাল দায়িত্ব এবং সম্মান। আমি এই সংগঠনের সভাপতি হিসেবে কাজ করার সুযোগ পেয়ে সত্যিই গর্বিত।'

সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, 'এটি একটি নতুন অধ্যায়, একটি নতুন চ্যালেঞ্জ, এবং আমি প্রতিজ্ঞাবদ্ধ যে, আমি এই দায়িত্ব পালন করতে সর্বোচ্চ চেষ্টা করব। আমি জানি, এই পদে এককভাবে কিছু করা সম্ভব নয়। এজন্য আমি সকল সদস্যের সহযোগিতা এবং সমর্থন চাই। আমাদের একসাথে কাজ করে সংগঠনটিকে আরও শক্তিশালী এবং কার্যকরী করে তুলতে হবে। আমাদের লক্ষ্য হবে, এই সংগঠনকে শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে, বৃহত্তর পরিসরে সমাজের কল্যাণে কাজ করা। আমি নিশ্চিত যে, আমরা একসাথে কাজ করে আমাদের উদ্দেশ্য অর্জন করতে সক্ষম হব।

সংগঠনটির নতুন সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন বলেন, 'পুসার, যা রৌমারী উপজেলার সকল পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন এবং এলাকার সকল শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাচ্ছে, তার সাধারণ সম্পাদক হিসেবে আমাকে মনোনীত করায় নিবার্চন কমিশন, সম্মানিত উপদেষ্টা এবং সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।'

তিনি আরোও বলেন, 'কার্যকরী পরিষদ ২০২৫ পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অত্র অঞ্চলের শিক্ষার্থী বৃদ্ধির লক্ষ্যে সেমিনার আয়োজনসহ ভিন্নধর্মী নানা কার্যক্রম এবং উচ্চশিক্ষা অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার মেন্টরশিপ প্রোগ্রাম আয়োজন করতে কাজ করবে। এর পাশাপাশি, পুসার বছরব্যাপী সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষা এবং শিক্ষার্থীদের কল্যাণে অবিরাম কাজ করে যাবে।'

উল্লেখ্য, ২০২৩-২৪ সালের কমিটির সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রদীপ কুমার ও সাধারণ সম্পাদক ছিলেন সিকৃবি শিক্ষার্থী আরিফুল ইসলাম আরিফ।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পদত্যাগের ঘোষণা জাস্টিন ট্রুডোর
‘আওয়ামী বাকশালীরা দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছিল’
কসবা সীমান্তে ৪ ভারতীয় নাগরিক আটক
তামিমের ফিফটিতে বরিশালের বড় জয়
দুর্নীতির অভিযোগে তদন্তের আওতায় টিউলিপ সিদ্দিক

সর্বাধিক পঠিত

‘আপনি না আসলে নিজের স্টাইলে ৩ জনকে ফালায় দিয়ে বের হয়ে যাবো’
শিবির থাকায় জাতীয় সংলাপ বর্জন ছাত্রদলের
শ্রীনগরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৬
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির অভিযোগ
সুন্দরগঞ্জে মাদক বিরোধী মতবিনিময় সভা

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝