লালমনিরহাটের হাতীবান্ধায় বাড়ির পাশে মাদরাসায় বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু তালহা (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার পূর্ব বিছনদই গ্রামের ৭ নং ওয়ার্ডে ওই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আবু তালহা পূর্ব বিছনদই গ্রামের ফজলুল হকের ছেলে।
আবু তালহা গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কবর নিয়ে একটি পোস্ট করেন। পোস্টের ১৭ ঘণ্টা পর তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
কিন্তু কী লেখা ছিল তালহার সেই ফেসবুক পোস্টে? সামাজিক যোগাযোগমাধ্যমের সেই পোস্টে তালহা লেখেন- ‘আসসালামু আলাইকুম, শুভ ঠান্ডা রাত্রি ও ঘুম প্রিয় বন্ধুরা। এই পোস্টের সঙ্গে একটি কবরের ছবি সম্বলিত ফটো কার্ড জুড়ে দেন তিনি। তাতে লেখা ছিল- এই ঘরে সুখে থাতে হলে আল্লাহ তায়ালার হুকুম ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত তরিকায় জীবনযাপন করতে হবে। উপায় নাই এই ঘরে কারো সুপারিশ চলবে না।’
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টায় বাড়ির পাশে মাদরাসায় বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন তালহা। পরে স্থানীয়রা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্ন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেকে/এআর