গাইবান্ধার সুন্দরগঞ্জে দ্রুতগতির একটি অবৈধ ট্রাক্টরের ধাক্কায় রাজ হোসেন (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (৫ জানুয়ারি) সকালে বামনডাঙ্গা ইউনিয়নের সুন্দরগঞ্জ-রংপুর সড়কের বামনডাঙ্গা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজ হোসেন চুয়াডাঙ্গা জেলার দামুলহুদা থানার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের আব্দুল হাকিম মিয়ার ছেলে। তিনি বামনডাঙ্গার মনমথ গ্রামের কুটিপাড়ায় বাসা ভাড়া নিয়ে চুলের ব্যবসা করতেন। জীবিকার প্রয়োজনে নিজ এলাকা থেকে দূরে এসে কঠোর পরিশ্রম করছিলেন রাজ।
এলাকাবাসী অভিযোগ করেন, মহাসড়কে অবৈধ ট্রাক্টরের চলাচল দীর্ঘদিন ধরে চললেও কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এসব ট্রাক্টর যত্রতত্র চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, প্রশাসনের দায়িত্ব হলো দ্রুত এসব ট্রাক্টর অপসারণ করা, যাতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে।
ক্ষুব্ধ এক পথচারী বলেন, ট্রাক্টর মূলত গ্রামীণ কৃষিকাজের জন্য ব্যবহার হলেও সাম্প্রতিক সময়ে এসব যানবাহন মহাসড়কে চলাচল শুরু করেছে। এর ফলে সড়কে ঝুঁকি বেড়ে যাচ্ছে। যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আরও অনেক প্রাণ ঝরবে।
বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুস সবুর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ মর্গে পাঠানো হয়েছে। তবে ট্রাক্টর ও এর চালককে এখনও আটক করা সম্ভব হয়নি।
কেকে/এএম