শেরপুরের নালিতাবাড়ীতে ৬৫০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী মো. ওয়াসিম(৩৩) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতকে শেরপুর আদালতে পাঠায় পুলিশ। এর আগে ভোরে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে উপজেলার সীমান্তবর্তী আন্ধারুপাড়া খলচান্দা কালিস্থান আলোর ঘর স্কুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. ওয়াসিম উপজেলার আন্ধারুপাড়া গ্রামের ইদ্রিস আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী থানা পুলিশের একটি অভিযানির দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে উপজেলার সীমান্তবর্তী আন্ধারুপাড়া কালিস্থান আলোর ঘর স্কুলের সামনে অবস্থান নেয়। এসময় ভারতীয় সীমান্ত হতে চোরাচালানের মাধ্যমে আনিত বস্তায় কার্টন ভর্তি মাদক বহন করে নিয়ে যাওয়ার সময় পুলিশ অগ্রসর হলে চোরাকারবারিরা দৌড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এসময় ৬৫০ বোতল ভারতীয় মদসহ চোরাকারবারি ওয়াসিমকে গ্রেফতার করে পুলিশ। বাকি চোরাকারবারিরা দৌড়ে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গ্রেফতারকৃত চোরাকারবারি ওয়াসিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রোববার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কেকে/এজে