শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক পর্যায়ে ‘স্ট্যাটিস্টিকাল অ্যানালাইসিস অব ওশোনোগ্রাফিক ডেটা’ শীর্ষক ট্রেইনিং প্রোগ্রাম। এতে বাংলাদেশের পাশাপাশি ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও শ্রীলংকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও রিসার্চ ইনস্টিটিউটের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
রোববার (৫ জানুয়ারি) সকাল ৯টায় শাবিপ্রবির আইআইসিটি ভবনের সম্মেলন কক্ষে প্রোগ্রামটির উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
এসময় উপ-উপাচার্য বলেন, আমি খুবই আনন্দিত যে আমাদের বিশ্ববিদ্যালয় ওশোনোগ্রাফি বিভাগ আন্তর্জাতিক পর্যায়ের এমন একটি ট্রেইনিং প্রোগ্রামের আয়োজন করেছে। যার মাধ্যমে বিভিন্ন দেশের গবেষকরা পারস্পারিক আলোচনার মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করতে পারবেন। বর্তমান সময়ে যেকোনো ধরণের গবেষণার জন্য স্ট্যাটিস্টিকাল অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ।
গবেষণায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার দেওয়ার আশ্বাস দিয়ে তিনি প্রোগ্রামটি মধ্য দিয়ে শিক্ষার্থীদের অভিজ্ঞতা বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে আয়োজক সুত্রে জানা যায়, ৫ জানুয়ারি শুরু হওয়া ট্রেইনিং প্রোগ্রামটি আগামী ৯ তারিখে শেষ হবে। যেখানে বিভিন্ন দেশ থেকে ১৭৬জন আবেদনকারীর মধ্য থেকে বাছাইকৃত ২২জন অংশ নিচ্ছেন। ট্রেইনিং প্রোগ্রামটি শাবিপ্রবি ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকরা পরিচালনা করবেন। যেখানে অংশগ্রহণকারীরা ওশোনোগ্রাফিক ডেটা হ্যান্ডিলিং, মেথড অব অ্যানালাইসিস, টুলস ফর অ্যানালাইসিস, ভিজুয়ালাইজেশন এন্ড ইন্টারপ্রেটেশন এবং সায়েন্টিফিক রাইটিংয়ের উপর প্রশিক্ষণ পাবেন।
উদ্বোধনকালে শাবিপ্রবির ওশোনোগ্রাফি বিভাগের বিভাগীয় প্রধান ড. সুব্রত সরকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং কম্পিউটার এন্ড ইনফরমেশন সেন্টারে পরিচালক অধ্যাপক ড. রেজওয়ান আহমেদ।
কেকে/এজে