সিলেটের সাঞ্জু ইসলাম নামে এক তরুণীর সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন আকাশ মিয়া (২৬) নামের এক যুবক। তিন বছরের প্রেমের ইতি টেনে অন্যত্র বিয়ে করেন প্রেমিকা সাঞ্জু ইসলাম। এতে রাগে-ক্ষোভে দুধ দিয়ে গোসল করে অঙ্গীকার করেন জীবনে আর কখনো প্রেমে জড়াবেন না ওই প্রেমিক আকাশ মিয়া।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার পীর ফতেহ আলী শাহ (র.) মাজার প্রাঙ্গণে গিয়ে এক গ্যালন দুধ দিয়ে গোসল করেন এবং গোসল শেষে মাজারের ভেতর প্রবেশ করে মোমবাতি জালিয়ে প্রার্থনা করতে দেখা গেছে প্রেমিক আকাশ মিয়াকে। এরই মধ্যে তার এমন কার্যক্রমের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
জানা গেছে, আকাশ মিয়া উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি এলাকার বাসিন্দা। প্রবাস ফেরত এই যুবক বর্তমানে নির্মাণ শ্রমিকের কাজ করছেন।
প্রেমিক আকাশ মিয়া একটি সংবাদ মাধ্যমকে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে সিলেটের তরুণী সাঞ্জু ইসলামের সঙ্গে পরিচয় হয়। এরপর ভালো লাগা থেকে তাদের মধ্যে ধীরে ধীরে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। তিন বছরের প্রেমের জীবনে দুজনের মধ্যে ভাব বিনিময়ের পাশাপাশি একে অপরকে বিয়ের প্রতিশ্রুতি দেন। ওই প্রেমিক যুগলের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় প্রেমিকা সাঞ্জুর ভগ্নিপতি।
জানা গেছে, সাঞ্জুর দুলাভাইয়ের কারণেই তাদের প্রেমের পূর্ণতা পায়নি। প্রথমে শ্যালিকার সঙ্গে আকাশের ফোনালাপ বন্ধ করেন তিনি। পরে নিজের এক বন্ধুর সঙ্গে গত শুক্রবার জাঁকজমক আয়োজনে সানজুর বিয়ে দেন।
তিনি আরও বলেন, শুক্রবার বিয়ের সংবাদটি শোনার পরে কষ্ট ও ক্ষোভ থেকে সিদ্ধান্ত নিই জীবনে কখনো প্রেম করবো না। পরে শনিবার দুপুরে পীর ফতেহ আলী শাহ (র.) মাজারে গিয়ে দুধ গিয়ে গোসল করি।
কেকে/এএম