জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) শিক্ষার্থীদের বাস দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় জনতা ব্যাংকের ক্যাম্পাস শাখায় তালা লাগিয়েছে শিক্ষার্থীরা।
রোববার (৫ জানুয়ারি) দুপুর ২টায় শিক্ষার্থীরা ব্যাংকে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বাইরে বের হয়ে এলেও ভেতরে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্য অবরুদ্ধ অবস্থায় থেকে যান। এ ঘটনায় ব্যাংকের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়, যার ফলে গুরুত্বপূর্ণ লেনদেন করতে এসে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা।
গণিত বিভাগের শিক্ষার্থী মোরসালিন বলেন, বিশ্ববিদ্যালয়ে জনতা ব্যাংক শুরু থেকেই একটি বাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এত বছর পরও তারা সেই প্রতিশ্রুতি পূরণ করেনি। বারবার আলোচনার পরও বিভিন্ন অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে গেছে। শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সিদ্ধান্ত নিয়েছে, প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী লিটন আকন্দ বলেন, গত দুই বছর ধরে বাস দেওয়ার প্রসেস দেখাচ্ছে। শিক্ষার্থীদের দাবির প্রতি কোনো গুরুত্ব দেওয়া হয়নি। এবার বাসের নির্দিষ্ট সময় না দিলে ব্যাংক খুলবে না।
জনতা ব্যাংকের ক্যাম্পাস শাখার ব্যবস্থাপক শহিদ উল্লাহ বলেন, বাসের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগামী মঙ্গলবার ময়মনসিংহ বিভাগের জিএম উপাচার্যের সঙ্গে আলোচনা করবেন।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের পরিচালক ড. আল মামুন সরকার জানান, বিগত প্রশাসনের সময় প্রতিশ্রুতি দেওয়া হলেও শিক্ষার্থীদের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমান প্রশাসন উদ্যোগ নিয়ে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে। তবে শিক্ষার্থীদের মধ্যে আস্থাহীনতা সৃষ্টি হওয়ায় তারা তালা লাগিয়েছে। ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা আসার পর বিষয়টি সমাধানে চেষ্টা করা হবে।
তালা দেওয়ার পর বিকাল ৫টায় শিক্ষার্থীরা তালা খুলে নেয় এবং অবরুদ্ধ দুই আনসার সদস্য মুক্ত হন। তবে শিক্ষার্থীরা জানিয়েছে, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।
কেকে/এএম