চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় হামলা ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে হাসান সরদার নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
রোববার (৫ জানুয়ারি) সকালে ষাটনল ইউনিয়নের চর চারানি গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে আহত হাসান সরদারের নানা সমির আলী বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, মেঘনা নদীর ষাটনল, লালপুর, ও কালীপুর এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। স্থানীয়রা বাধা দিলে চক্রের সদস্যরা প্রাণনাশের হুমকি দেয়।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন ফেরদৌস ইসলাম সোহেল তাতী, রনি তাতী, নাদিম, রবু তাতী, শরীফ তাতী, রানা তাতী, রাতুল, সাব্বির, হৃদয়, সিয়ামসহ আরও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি।
অভিযোগ অনুযায়ী, তারা দেশীয় অস্ত্র নিয়ে হাসান সরদারের ওপর হামলা চালায়। এতে হাসানের শরীরের বিভিন্ন অংশে জখম হয়। হামলাকারীরা দোকান থেকে ২ লাখ ৮ হাজার টাকা লুট করে এবং ৩ লাখ টাকার মালামাল ভাঙচুর করে।
ফেরদৌস ইসলাম সোহেল অভিযোগ অস্বীকার করে বলেন, বালুর বিষয়ে নয়, এটি পারিবারিক বিষয়ে মারামারি। রাজনৈতিকভাবে আমাকে হয়রানি করার জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে। তিনি আরও জানান, তাদের পক্ষেও একটি অভিযোগ করা হয়েছে।
বিকালে আহত হাসানের পক্ষে এলাকাবাসী হামলাকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএম