চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের সুখছড়ি এলাকার হোসেন সিকদার পাড়ায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ২টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে বলে বাড়ির মালিক জহির উদ্দীন থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন।
বাড়ির মালিক জহির উদ্দীন জানান, চুরির সময় তিনি পরিবারসহ আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যান। বাড়ি ফিরে এসে দেখতে পান, দরজার তালা ভাঙা এবং আলমারি ভেঙে চোরেরা নগদ ৭ হাজার টাকা, স্বর্ণের এক জোড়া কানের দুল এবং একটি আংটি নিয়ে গেছে।
অভিযোগের ভিত্তিতে লোহাগাড়া থানার পুলিশ তদন্ত শুরু করে এবং সন্দেহভাজন চোর নাহিদুল ইসলাম (২৪) কে গ্রেফতার করে। নাহিদুল মৃত আবদুল হামিদের ছেলে এবং একই এলাকার বাসিন্দা।
গ্রেফতারের সময় নাহিদুলের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণের কানের দুল দুটি উদ্ধার করা হয়। তবে আংটি বিক্রি করে পাওয়া টাকা ও চুরি করা ৭ হাজার টাকা খরচ করেছে বলে স্বীকার করেছে সে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে কিছু মালামাল উদ্ধার করা হয়েছে এবং বাকি বিষয়গুলো তদন্তাধীন।
কেকে/এএম