কিয়ারা আদভানি সম্প্রতি স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অন্তরঙ্গ ছবি শেয়ার করেছিলেন, যা প্রকাশের পর থেকেই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠেছিল। তবে, এই বিষয়ে তারা কেউই মুখ খোলেননি।
এদিকে, শনিবার আচমকাই হাসপাতাল ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়ে। এর ফলে কিয়ারার নতুন সিনেমা ‘গেম চেঞ্জার’ এর প্রচার অনুষ্ঠান বাতিল করা হয়। তবে কিয়ারার মুখপাত্র ভারতীয় গণমাধ্যমকে জানান, কিয়ারা হাসপাতালে ভর্তি হননি। কাজের চাপ বেড়ে যাওয়ায় হঠাৎ দুর্বল অনুভব করেন তিনি, তাই চিকিৎসকরা বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
‘শেরশাহ’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বাঁধার পর কিয়ারা এবং সিদ্ধার্থের সম্পর্ক আরও দৃঢ় হয়। গত বছর ফেব্রুয়ারিতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বর্তমানে কিয়ারা ফারহান আখতারের ‘ডন থ্রি’ ছবিতে কাজ করছেন, যদিও এর শুটিং এখনও শুরু হয়নি। একই সময়ে তিনি দক্ষিণী সুপারস্টার রামচরণ এর সঙ্গে ‘গেম চেঞ্জার’ সিনেমা শেষ করেছেন এবং এই ছবির প্রচারও করছিলেন।
কেকে/এএম