পুলিশের বিশেষ অভিযানে মদসহ গ্রেফতার ১
রেজাউল ইসলাম রেজা, রৌমারী (কুড়িগ্রাম)
প্রকাশ: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ১২:১১ পিএম (ভিজিটর : ১৪৯)
ছবি: প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে ৯৪ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।
রবিবার (৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২ টা ১০ মিনিটের দিকে রৌমারী থানার সদর ইউনিয়নের কোনাচি পাড়া গ্রাম থেকে ৯৪ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী সুমন আহমেদকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত সুমন আহমেদ রৌমারী উপজেলার সদর ইউনিয়নের কোনাচি পাড়া গ্রামের মো. আব্দুল করিমের ছেলে।
এবিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, ‘গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রৌমারী থানায় মাদক নির্মূলে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আমরা সকলের সহযোগিতা কামনা করি।’
কেকে/এমএস