ঢাকার পর আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সিলেট পর্বের খেলা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই পর্বের খেলা হবে মোট ছয় দিন। এর মধ্যে পাঁচ দিনই খেলবে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স।
এনসিএল টি২০ টুর্নামেন্ট শেষ হওয়ার মাত্র ১৩ দিনের মাথায় মাঠে গড়াচ্ছে বিপিএল। রংপুর বা সিলেটের ম্যাচে লড়াই কতটা জমবে, জানা নেই। কন্ডিশন এবং আবহাওয়ার ওপরই নির্ভর করবে বড় স্কোর হওয়া না হওয়া। যদিও উভয় দলই আশা করছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিতে পারবে তারা।
হোম ভেন্যুতে সিলেট বাজিমাত করার ইচ্ছা প্রকাশ করেছে। অপরাজিত রংপুরকে হারাতে চায় দলটি। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। রোদের কারণে দিনের এই ম্যাচে মিলতে পারে স্বস্তি। ব্যাটে-বলে সুষম লড়াই দেখা যেতে পারে।
তবে সন্ধ্যার ম্যাচে তা সম্ভব হবে না। কারণ শিশির ও কুয়াশার প্রভাব ঢাকার চেয়ে সিলেটে বেশি। ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর দুই প্রতিনিধি কাইল মায়ার্স ও সোহাগ গাজী সংবাদ সম্মেলনে বলেছেন, টস ফ্যাক্টরের কথা। উভয় দলের জন্যই ফিরতি লিগ ম্যাচ এটি।
কেকে/এআর